বতমান প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থায় শিক্ষার সাথে তথ্য প্রযুক্তির রয়েছে অবিচ্ছেদ্য সম্পৃতি। বিশেষ করে শিক্ষা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার হয়ে উঠেছে অপরিহায। তথ্য প্রযুক্তির অমিত শক্তি আজ সারা বিশ্বকে পরিচালনা করছে। নূতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় এ অমিত শক্তিকে শিক্ষা কাযক্রম ব্যবস্থাপনায় যথাযথ ভাবে প্রয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে বদ্ধ পরিকর। এলক্ষে www.naghighschool.edu.bd ঠিকানায় ওয়েবসাইট প্রণয়ন করা হয়েছে । এ ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের সকল কাযক্রমে কাযকর গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি গুণগত উৎকষ সাধিত হবে । তথ্য সমৃদ্ধ এ সাইট নূতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মূখপাত্র হিসাবে কাজ করবে ।
জ্ঞান ভিত্তিক ও ন্যায় ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে শিক্ষা একটি পূর্ব শর্ত । এ প্রতিশ্রুতি নিয়ে শিক্ষাঙ্গনে আলোকিত মানুষ গড়ার পরিবেশ সৃষ্টি, নকল, দুনীতি, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়া বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নের জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে নূতন অনন্তপুর গ্রামে নূতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবে রুপ দিতে জোড়ালো ভুমিকা রাখতে নূতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । সে লক্ষেই দক্ষ মানব সম্পদ, নারী শিক্ষার উন্নয়ন, নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, নারী-পুরুষের বৈষম্য দুরীকরণে নূতন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রায় সফলতা কামনা করছি। আগামীদিনের পথ চলায় সবার সহযোগীতা কামনা করছি।